সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ, সালমানের মায়ের রিভিশন মঞ্জুর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সোমবার (২০ অক্টোবর) এ আদেশ দিয়েছেন।
জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। মৃত্যুর সময় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়নি। পোস্ট মর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও, সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল বলে অভিযোগ করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর অকাল মৃত্যু হয়। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে তার অভিনয়গুণে তিনি দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। মৃত্যুর এত বছর পরও তার তারকাখ্যাতি অক্ষুণ্ণ রয়েছে এবং ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক হিসেবে তাকে স্মরণ করা হয়।
সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।
তার অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি সর্বাধিক ১৩টি সিনেমায় অভিনয় করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।
Comments