Image description

কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিলের মুখে কেক তুলে দিয়ে আলোচনায় আসেন মডেল নাজমি জান্নাত। এরপর থেকে তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মানুষের কৌতূহল বেড়েছে। উপস্থাপনা ও ফ্যাশন ডিজাইনার হিসেবেও তিনি বেশ পরিচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজমি জানালেন, শীতকালে বিয়ে করার বিশেষ ইচ্ছা তার। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, শীতে মেকআপ গলে না, গরম লাগে না এবং সাজসজ্জায় এক ধরনের আলাদা আমেজ থাকে।

তবে চমকপ্রদভাবে নাজমি বলেন, "আমি শুধু বিয়ে করে যাব, সংসার করব না।"

নিজের পছন্দের পাত্র সম্পর্কে নাজমি বলেন, "আমার একজন ভালো ছেলের প্রয়োজন। সেটা দেশের হোক বা দেশের বাইরের, এমনকি পৃথিবীর বাইরের এলিয়েনই হোক তাতেও কোনো সমস্যা নেই।" তিনি পাইলট ও মেরিন ইঞ্জিনিয়ারদের বেশি পছন্দ করেন, কারণ তাদের ভদ্রতা ও মার্জিত ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করে।

প্রেমের ক্ষেত্রেও তার অবস্থান স্বতন্ত্র। নাজমি বিশ্বাস করেন '৯০ দশকের প্রেমে', যেখানে প্রেম মানেই সরাসরি বিয়ের পথে অগ্রসর হওয়া। 'প্রেম-বিদায়' ধাঁচের সম্পর্ক তার কাছে গ্রহণযোগ্য নয়। ভদ্রতা, সম্মান এবং মার্জিত আচরণ নাজমির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট মনোযোগ, যেমন করে ডাকা বা দরজা খুলে দেওয়ার মতো বিষয়গুলো তার কাছে বড় হয়ে ওঠে।

মডেলিংয়ের পাশাপাশি নাজমি একজন সফল ফ্যাশন ডিজাইনার। তিনি চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেছেন, যার মধ্যে জনপ্রিয় 'ঢাকা অ্যাটাক' অন্যতম।

নাজমির জীবন, স্বপ্ন আর তার ফ্যাশনের এক ছোঁয়া এখনো অনেকের মন ছুঁয়ে যাচ্ছে।