Image description

প্রতিভা থাকা সত্ত্বেও অনেক খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পান না, যার জন্য প্রায়শই কোচের অদক্ষতাকে দায়ী করা হয়। এই সমস্যা সমাধানে এবার ফিফা 'ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম' শুরু করেছে, যেখানে ৩২ জন বাংলাদেশি কোচ অংশ নিচ্ছেন।

এই কোচদের প্রশিক্ষণ দেবেন ফিফার দক্ষিণ এশিয়ায় উন্নয়ন বিষয়ক টেকনিক্যাল কনসালটেন্ট, ভুটানিজ কোচ চকি নিমা। সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

চকি নিমা বলেন, "ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের অংশ হলো ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। আগামী চার দিন কোচদের খেলোয়াড় বাছাইয়ের নানা প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাতে পরবর্তীতে কোচরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে পারেন।"

সাধারণত বয়সভিত্তিক নারী-পুরুষ প্রতিযোগিতা শেষে বাফুফের কোচরা খেলোয়াড় বাছাই করে থাকেন। এই কর্মশালায় মূলত সেই কোচদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে সাইফুল বারী টিটু বলেন, "বিকেএসপি এবং আমাদের যে সকল কোচ মূলত ট্যালেন্ট হান্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের এই কর্মশালায় রাখা হয়েছে। এ, বি লাইসেন্স মিলিয়ে ৩২ জন কোচ এতে অংশগ্রহণ করবেন। তৃণমূল পর্যায়ে ফিজিক্যাল, মানসিক, স্কিলের পাশাপাশি কোন বিষয়গুলো দেখে খেলোয়াড় নির্বাচন করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।"

আগামী ২১-২৪ অক্টোবর চার দিনব্যাপী এই কর্মশালা যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুষ্ঠিত হবে। সাধারণত কোচদের কর্মশালা বা সেমিনার বাফুফে ভবনেই অনুষ্ঠিত হয়।

এবার যশোরে আয়োজনের কারণ সম্পর্কে টেকনিক্যাল ডিরেক্টর টিটু বলেন, "শামসুল হুদা একাডেমিতে বয়স ভিত্তিক ফুটবলার, আবাসন, মাঠ ও সকল সুযোগ-সুবিধা রয়েছে। এজন্য সেখানে নির্ধারণ করা হয়েছে।"