Image description

গাজীপুরের কালিয়াকৈরে শিশুধর্ষণসহ সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে চলছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার রহমুতেন্নেসা হল শাখার নেত্রী সাইফুন নাসিতা বলেন, “আমরা মনে করি, ধর্ষকের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না—ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। কেউ যদি ধর্ষকের অপরাধকে ধর্মীয় পরিচয়ের আড়ালে ঢাকতে চায়, তবে তারা দেশের কুচক্রী মহল। তারা চায় নারীরা ধর্ষিত হোক এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক।”

তিনি আরও বলেন, “আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে বাস করি, তারপরও আমরা নিরাপদ নই। প্রশ্ন জাগে—একটি মুসলিম রাষ্ট্রে আমরা কীভাবে ধর্ষণের শিকার হচ্ছি? দেশের সব ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জুলাই ৩৬ হলের নবনির্বাচিত সহকারী বিতর্কবিষয়ক সম্পাদক ফাতেমাতুস সাবিহা বলেন, “গত ১০ মাসে দেশে প্রায় চার হাজার একশ পাঁচটি ধর্ষণ মামলা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এর একটি মামলারও বিচার সম্পন্ন করতে পারেনি সরকার। এটি আমাদের সমাজ ও প্রশাসনিক ব্যবস্থার চরম ব্যর্থতা।”

তিনি আরও বলেন, “সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের নির্মম ঘটনা ঘটেছে। কিন্তু অভিযুক্তকে এখনো আইনের আওতায় আনা যায়নি। কারণ সে মাদ্রাসার শিক্ষার্থী ছিল, তাই ঘটনাটি যথাযথ মিডিয়া কাভারেজও পায়নি। এমনকি আরেক তরুণীকে আটকে রেখে টানা সাত দিন ধরে গণধর্ষণের শিকার করা হয়েছে—যা আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নারীদের চরম নিরাপত্তাহীনতার প্রমাণ।”

ফাতেমাতুস সাবিহা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের নীরব ভূমিকার কারণেই ধর্ষকরা আজ আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা অপরাধীদের সাহস জোগাচ্ছে, আর সাধারণ মানুষ হারাচ্ছে ন্যায়বিচারের আশা।”

উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।