Image description

সরকার মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের সম্মানী বা পারিতোষিক হার বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে।

আজ সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এই সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়। পরিপত্রে উল্লেখ আছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়েছে, নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত খাতভিত্তিক সম্মানী বা পারিতোষিক হার নির্দেশক্রমে পুনর্নির্ধারণ করা হলো। নতুন হার অনুযায়ী:

প্রশ্নপত্র প্রণয়ন: আগে দেওয়া হতো ৫,০০০ টাকা, যা ১,০০০ টাকা বাড়িয়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্য: প্রতি সভার জন্য জনপ্রতি ১,০০০ টাকা বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়েছে।

মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/বিশেষজ্ঞ: প্রতিদিনের জন্য জনপ্রতি ১,০০০ টাকা বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়েছে।

প্রতিটি পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানী: ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

প্রতিটি অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানী: ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয়: জনপ্রতি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীর সম্মানী: প্রতিদিনের জন্য বাড়িয়ে গ্রেড অনুসারে ১,২০০, ১,০০০ এবং ৮০০ টাকা করা হয়েছে।

কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী: ৩,৫০০ টাকা।

লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানী: প্রতিদিনের জন্য বাড়িয়ে ১,৮০০ টাকা করা হয়েছে।