
কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় খুটাখালীর বড় নাইপেরঘোনা লবণ মাঠ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এছাড়া চিহ্নিত কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে ইতোমধ্যে স্থানীয় লবণ চাষি মুজিবুর রহমান (৩৭) বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খুটাখালীর নাইপেরঘোনা নামক লবণ মাঠে উৎপাদিত প্রতি মণ লবণ থেকে ২ টাকা করে চাঁদা আদায় করে যাচ্ছে স্থানীয় কামাল মেম্বারের ছেলে রহিম উদ্দিন ও তার ১০ থেকে ১২ জন সহযোগী। ১৭ অক্টোবর এরকম চাঁদাবাজির সময় মুজিবুর রহমানসহ একদল লবণ চাষি প্রতিবাদ করলে অভিযুক্তরা লবণ চাষিদের প্রাণে মারার হুমকি দেন। এ ঘটনায় রহিম উদ্দিন ও অন্য ৬ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে দাবি করা হয়, মণপ্রতি ২ টাকা হারে ইতোমধ্যে ৫ লাখের বেশি টাকা লবণ চাষিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ না হলে সন্ত্রাসীরা শুধুমাত্র নাইপেরঘোনার ৬৬৪ কানি লবণ মাঠ থেকে চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করবে।
বিক্ষোভকারী লবণ চাষিদের দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের দমন করা না গেলে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটারও আশঙ্কা রয়েছে।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা রমজান আলী, যুবদল নেতা ফয়সাল, লবণ চাষিদের মাঝি খুইল্যা মিয়া মাঝি, বশির মাঝি, মোস্তাক মাঝি ও নাছির মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
Comments