Image description

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু (ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ) নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভকারী শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, “বিএম কলেজের ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।”
অন্য এক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, “২০০৩ সালের পর থেকে আর কোনো বাকসু নির্বাচন হয়নি। প্রশাসন নানা অজুহাতে আমাদের দাবিকে উপেক্ষা করছে। এবার আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম বলেন, “বাকসু নির্বাচনের বিষয়ে কলেজ প্রশাসন আন্তরিক। নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রশাসনও চায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব গড়ে উঠুক।”

বর্তমানে কলেজটিতে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী ২৩টি বিভাগে অধ্যয়নরত। সর্বশেষ ২০০৩ সালে বিএম কলেজে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।