Image description

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ভারতকে ২ উইকেটে পরাজিত করেছে। ভারতের ২৬৪ রানের জবাবে স্বাগতিকরা ২২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো। পার্থে প্রথম ওয়ানডেতে তারা ৭ উইকেটে জয় লাভ করেছিল।

এক সময় মনে হচ্ছিলো অস্ট্রেলিয়া সহজেই ম্যাচ জিতবে। দলীয় ১৮৭ রানে ম্যাথু শট ৭৪ রান করে ফিরলে স্বাগতিকরা পঞ্চম উইকেট হারায়। তবে ৪০ ওভারের পর ভারত ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। মিচেল ওয়েন (৩৬), জাভিয়ের বার্ল্টলেট (৩) ও মিচেল স্টার্ক (৪) দ্রুত ফিরে গেলে অস্ট্রেলিয়ার জয়ের পথে কিছুটা শঙ্কা জাগে।

তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে দলকে জয় এনে দেন কুপার কোনোলি। ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি, যা তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। এছাড়াও ম্যাট রেনসো ৩০ ও ট্রাভিস হেডের ২৮ রান অস্ট্রেলিয়াকে ম্যাচে ধরে রাখে। ভারতের হয়ে আর্শদিপ সিং, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত লড়াইয়ের পুঁজি পায় রোহিত শর্মা (৭৩), শ্রেয়াস আইয়ার (৬১) ও অক্ষর প্যাটেলের (৪৪) ব্যাটে ভর করে। রানা ২৪ রানে অপরাজিত থেকে দলের স্কোর আড়াইশো পার করেন। তবে বিরাট কোহলি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফিরে যান।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৬০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন।