Image description

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আবুল হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মালিবাগ রেলগেটের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের মতিঝিল বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আবুল হোসেনের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন স্বীকার করেছেন, তিনি নারায়ণগঞ্জ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার নামে যাত্রাবাড়ী ও ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

এদিকে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৮৭ জনকে এবং অন্যান্য অপরাধে আরও ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযান থেকে ২টি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।