Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাৎ নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তান আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশে সরকারি সফরে থাকাকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। জেনারেল মির্জা পাকিস্তান ও বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

উভয়পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন এবং সামরিক থেকে সামরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরে জেনারেল মির্জা সিলেটের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেতৃত্ব পাকিস্তান সশস্ত্র বাহিনীর উচ্চ পেশাগত মান, সাফল্য এবং সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের ত্যাগের প্রশংসা করেন।

এর আগে ঢাকার সেনানিবাসে জেনারেল মির্জাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।