এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির প্রথম ধাপটা শেষ হলো হতাশায়। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ছিল দলটি, কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি সিরিজে পারল না লড়াইটা জমিয়ে তুলতে। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচে আরও বড় ব্যবধানে, ৫-১ গোলে হার মেনে নিতে হয়েছে ঋতুপর্ণা-শামসুন্নাহারদের।




Comments