আলোচিত টলিপাড়ার দুই তারকা সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য যাদের জুটি দর্শক বারবার দেখতে চেয়েছেন বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে। পর্দার ‘ব্যোমকেশ’ অনির্বাণ আর তার ‘সত্যবতী’ সোহিনীকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন ছিল। তবে প্রতিবারই তা 'শুধুই ভালো বন্ধু' তকমায় চাপা পড়ে যায়। সেই গুঞ্জন এবার প্রকাশ্যে এনে কথা বললেন সোহিনী সরকার।
অবশেষে সোহিনী নিজেই স্বীকার করলেন, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তার একসময় সম্পর্ক ছিল। সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন, ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে কাজ হারিয়েছেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।
এই ‘একঘরে’ হয়ে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী সোহিনী সরকারের কাছে প্রশ্ন রেখেছিল ভারতীয় এক সংবাদ মাধ্যম। সেই প্রশ্নের উত্তরেই সোহিনী অকপটে বলেন, ‘আসলে ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।’
অনির্বাণের কাজ থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা হওয়া উচিত নয়। টেকনিশিয়ান দাদা-দিদিরাও আমার খুব কাছের। আমরা সবাই চাই ইন্ডাস্ট্রির একটা উন্নতি হোক, সোজা কথা।’
প্রসঙ্গত, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ২০২০ সালের নভেম্বরে বিয়ে করেন তার দীর্ঘদিনের সঙ্গী মাইম শিল্পী মধুরিমা গোস্বামীকে। তাদের দাম্পত্যেও কিছুদিন আগে চিড় ধরার গুঞ্জন উঠেছিল, তবে সব ভুলে তারা এখন একসঙ্গেই আছেন।




Comments