লক্ষ্য ছিল মাত্র ১৬৬ রান। টাইগারদের শুরুটাও হয়েছিল ভালো। প্রথম ওভারে আকিল হোসেইনকে ১ ছক্কা আর চারে ১২ রান তুলে তানজিদ তামিম আর সাইফ। কিন্তু বিপত্তিটা শুরু হয় দ্বিতীয় ওভারে জেডেন সিলসের দ্বিতীয় বলে। তার বলে রোমারিও শেফার্ডকে ক্যাচ দিয়ে ফিরেন তামিম। এরপর একে একে প্যাভিলিয়নে ফিরলেন লিটন, সাইফ, শামিম, সোহান।
মাত্র ৫৭ রানে অর্ধেক ব্যাটার আউট। এরপর আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে জয় কল্পনা করা যায় না। এরপর দলীয় ৭৭ রানে তাওহিদ হৃদয় ফিরলে হার নিশ্চিত হয়ে যায় প্রায়। কিন্তু এরপর কারিশমা দেখান লোয়ার অর্ডারে ব্যাট করা টাইগার বোলাররা।
২৭ বলে ৩৩ রান করেন তানজিম হাসান সাকিব। নাসুম আহমেদ করেন ১৩ বলে ২০ রান। ৮ বলে তাসকিন করেন ১০ আর মোস্তাফিজ করেন ৮ বলে ১১ রান। আর এতেই ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৯ রান করেন। তাদের ব্যাটিং দেখে একসময় টাইগার দর্শকদের মনে হয়েছিল বাংলাদেশ জিততেও পারে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ রানের হার নিয়ে মাঠ থেকে ফিরলো টাইগাররা।




Comments