বাংলা সিনেমার রুপালি পর্দা থেকে বলিউডের দুরন্ত যাত্রা, এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের প্রস্তুতি। অভিনয় জীবনের প্রতিটি ধাপকেই যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। তাঁর এই যাত্রাপথে প্রতিটি পর্বই লিখছে নতুন ইতিহাস।
২০০৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে গৌতম হালদারের ‘ভালো থেকো’র মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী বিদ্যা বালান। এই ছবিটি কেবল তাঁর প্রথম চলচ্চিত্রই নয়; বরং অভিনয় জগতের প্রতি তাঁর গভীর অনুরাগ ও দায়বদ্ধতারও স্বাক্ষর বহন করে। বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও, জাতীয় পর্যায়ে তখনও তাঁর প্রতিভার আলো ছড়ায়নি।
২০০৫ সালে পূজা বত্রী পরিচালিত ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন বিদ্যা। ললিতা চরিত্রে তাঁর মর্মস্পর্শী অভিনয় শুধু সমালোচকদেরই নয়, সাধারণ দর্শকদেরও সমানভাবে মুগ্ধ করেছিল। এই সিনেমাটি তাঁকে রাতারাতি ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে প্রতিষ্ঠিত করে। যেখানে সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের গভীরতা এক অনন্য মাত্রা যোগ করেছিল। ‘পরিণীতা’ তাঁকে ধাপে ধাপে উঠে আসা তারকা নয়; বরং একেবারে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে তুলে আনে।
এবার বলিউডের সীমানা পেরিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে বিদ্যা বালানের। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমশ জোরালো হচ্ছে এমনই গুঞ্জন।
ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে, তামিল ছবি ‘জেলার ২’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা, যেখানে খলনায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং মিঠুন। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় এই ছবিতেই রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। যদিও রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
বিদ্যা বালান কেরালার মেয়ে হয়েও এতদিন দক্ষিণ ভারতীয় সিনেমায় নিয়মিত অভিনয় না করাটাই ছিল বিস্ময়ের বিষয়। ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও ‘জেলার ২’ দিয়েই মূলত দক্ষিণী বিনোদন জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটতে চলেছে তাঁর। বর্তমানে চেন্নাইতে চলছে ছবির শুটিং, যার পরবর্তী অংশের চিত্রায়ন হবে গোয়ায়। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।
সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়ে ছবির টিম শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা তুমুল ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় অ্যাকশন দৃশ্যের কিছু ঝলকানি, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। বিদ্যা বালানের এই দক্ষিণ যাত্রা কেরালার মেয়ের নিজের মাটির সিনেমায় ফিরে আসার মতোই।
বাংলা ভাষা ও বাঙালির প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা বহুবার স্বীকার করেছেন তিনি। এবার দেখা যাক দক্ষিণ ভারতীয় সিনেমায় তাঁর এই অভিষেক কিনা নতুন এক বিদ্যা বালানের জন্ম দেয়!




Comments