আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। যেসব বিষয়ে সংবিধান সংশোধন করা প্রয়োজন নেই। তা অবিলম্বে সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে সরকার অবিলম্বে আদেশ জারি করবেন। তার অধীনে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলী রীয়াজ বলেন, এ পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। এর মধ্যেই তারা সনদ বাস্তবায়নে কাজ করবে। উল্লেখিত দিনের মধ্যে কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে, সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হবে।
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি আরও বলেন, যারা স্বাক্ষর করেননি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং হচ্ছে। আশা করি এনসিপি স্বাক্ষর করবে।




Comments