শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বুক স্টল ‘পাঠক কর্নার ‘ উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষার সময়টিকে সৃজনশীলভাবে কাজে লাগানোর জন্য ‘পাঠক কর্নার’ নামের একটি বুক স্টল স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, পৌর প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, পৌর কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দেশের রেলওয়ে স্টেশনে এ ধরনের ‘পাঠক কর্নার’ স্থাপনের উদ্যোগ এই প্রথম। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা এখানে বসে বিনামূল্যে বই পড়তে পারবেন।




Comments