 
                   জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে এবং এই বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেওয়ার প্রশ্নই নেই বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এর মধ্যদিয়ে নির্বাচনী প্রতীক নিয়ে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছে এনসিপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে দলের যুব শাখা জাতীয় যুবশক্তি।
এর আগে এদিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে ‘শাপলা কলি’সহ বেশ কিছু প্রতীক সংযোজন-বিয়োজন করে গেজেটভুক্ত করা হয়েছে। তবে এনসিপির দাবি, তালিকায় থাকা ‘শাপলা কলি’ নয়, তাদের চাওয়া আসল ‘শাপলা’ প্রতীক।
ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "তালিকায় দ্রুত ‘শাপলা’ যুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিন। আমাদের দীর্ঘদিন বিলম্ব করানো হয়েছে বিএনপি-জামায়াতকে সুবিধা দেওয়া এবং জনগণের শক্তিকে দমিয়ে রাখার জন্য।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "এ ধরনের খেলা বন্ধ করতে হবে। না হলে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করব।"
সেমিনারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দাবি করেন, ‘শাপলা’ বাদ দিয়ে ‘শাপলা কলি’ গেজেটভুক্ত করে ইসি তাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, কোনো আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, ইসি পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ। জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
                



 
               
Comments