Image description

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, ভারত প্রত্যাশা করে যে বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়েশি সেলির এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। সাংবাদিক ইয়েশি জানতে চেয়েছিলেন, আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনকে ভারত অবাধ ও সুষ্ঠু দেখতে চায় কিনা এবং আওয়ামী লীগও তাতে অংশ নেবে কিনা।

এর উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, "আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।" ভারতের এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিতে পারে, যেখানে নির্বাচনকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে।