Image description

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় নগদ ক্রয় চুক্তি জি টু জি ওয়ান-এর অধীনে আমেরিকা থেকে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ এরই মধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি প্রক্রিয়া শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর দেশে পৌঁছেছিল। এটি দ্বিতীয় চালান।

বন্দরে পৌঁছানো গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।