Image description

জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। জুনিয়রদের দিয়ে কাজ করানো, তাদের মারধর করার মতো গুরুতর অভিযোগ জ্যোতির বিরুদ্ধে তুলেছেন জাহানারা। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন টাইগ্রেস পেসার।

ক্ষমতা পেয়ে জ্যোতি সেটির অপব্যবহার করে বলে জানান জাহানারা। একইসঙ্গে বর্তমান অধিনায়ক ছোটবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করতে বলেও জানান তিনি। জাহানারা বলেন, ‘ড্রেসিংরুমে ক্রিকেট নিয়ে এখন আলোচনা হয় কম। ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়দের নাম ধরে ডাকা। সালমা আপুকে ‘‘সাল্লু’’, আমাকে ‘‘এই জাহান’’। আমি অবশ্য অবাক হইনি। জ্যোতি ছোটোবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত। মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।’

জাতীয় দলের ‘গ্রুপিং’ নিয়েও সরাসরি কথা বলেন জাহানারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে নাহিদা আর ঋতুমণি পরিকল্পনা করে। এরা যদি মনে করে কাউকে ‘‘সাইজ’’ করতে হবে তখন জ্যোতির সঙ্গে আলোচনা করে। জ্যোতির আবার একটা আলাদা গ্রুপ আছে। ওর সঙ্গে আছে পিংকি ও ইশমা। রাবেয়া ওর ডান হাত। এখন সুমাইয়াও যোগ হয়েছে। এই হচ্ছে জ্যোতির প্যানেল। এরা যে কী করতে পারে আপনার কোনো ধারণাই নেই। পুরো ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিচ্ছে।’

জাহানারা আলম দাবি করেন, জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলেন জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এ রকম জানিয়েছে ‘‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’