বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিনের শুভেচ্ছার জবাবে কিং খান জানিয়েছেন, তিনি খুব শিগগিরই কলকাতা সফর করবেন। তার এই মন্তব্যে পশ্চিমবঙ্গের অনুরাগীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ২ নভেম্বর ছিল শাহরুখ খানের ৬০তম জন্মদিন। এই বিশেষ দিনে দেশ-বিদেশ থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান। এই তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি 'এক্স' (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন।
মমতা ব্যানার্জি তার পোস্টে লেখেন, "আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অসাধারণ। তোমার অভিনয়যাত্রা আরও সমৃদ্ধ হোক।"
এই ভালোবাসাপূর্ণ বার্তা পেয়ে শাহরুখ খানও নিজের প্রতিক্রিয়া জানান। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, শাহরুখ জবাবে লিখেছেন, "মমতা দিদি, শুভেচ্ছার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক শুভেচ্ছা। খুব শিগগিরই কলকাতায় যাওয়ার পরিকল্পনা আছে।"
শাহরুখের এই মন্তব্যে তার ভক্তরা অত্যন্ত উৎসাহিত হয়েছেন। একসময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি ছিলেন শাহরুখ খান এবং কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবেও তার কলকাতার সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাকে সেখানে তেমন দেখা যায়নি। এবার তার সম্ভাব্য কলকাতা সফরের ইঙ্গিত ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং তারা অধীর আগ্রহে কিং খানের আগমনের অপেক্ষায় রয়েছেন।




Comments