উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে কমিটি।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘মাইলস্টোন স্কুলের ভবন রাজউকের নীতিমালা মেনে নির্মিত হয়নি, অনুমতিও নেওয়া হয়নি। পাইলটের নিজের ভুল বা উড্ডয়নজনিত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’
এয়ারপোর্ট এলাকার আশপাশে অগ্নিকাণ্ডের ঝুঁকি রোধে তদন্ত কমিটি ফোম টেন্ডার বা ফোম ফায়ার ট্রাক স্থাপনের পরামর্শ দিয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি আরও বলেন, ‘বিমানবাহিনীতে বর্তমানে যুদ্ধবিমানের স্বল্পতা আছে-সে বিষয়টিও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।’
গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষকও প্রাণ হারান।




Comments