Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক পদ বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। অবিলম্বে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি করেছে সংস্থা ও সংগঠনগুলো। বুধবার গণমাধ্যমে পাঠানো আলাদা বিবৃতিতে তারা এ দাবি জানায়।

আসক মনে করে, এই সিদ্ধান্ত শিক্ষার মানোন্নয়ন ও মানবিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে একটি অনভিপ্রেত ও পশ্চাৎমুখী পদক্ষেপ। এটি সরকারের উদার দৃষ্টিভঙ্গির অভাব।

পদ বাতিলের সিদ্ধান্ত সরকারের আত্মঘাতী ও নতজানু পদক্ষেপ বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সংস্থাটি বিবৃতিতে বলেছে, সরকারের এই সিদ্ধান্ত শুধু অযৌক্তিকই নয়, বরং এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্তর্নিহিত মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে আঘাত করেছে। একই সঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্ত পেশাগত স্বাধীনতাকে খর্ব করে এবং তা চিন্তার স্বাধীনতা ও মানবিক বিকাশের অন্তরায় বলে মনে করছে এইচআরএফবি।

ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বিবৃতিতে বলেন, সরকারের এই সিদ্ধান্ত মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ। শিশুদের মানবিক বিকাশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা, সংগীত, শরীরচর্চা, সাংস্কৃতিক আয়োজনের বিকল্প নেই।