Image description

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

এতে বিভিন্ন ক্যাডারের জন্য মোট ১ হাজার ৬৮১ জন এবং নন-ক্যাডারের জন্য ৭ হাজার ৫৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফলাফল দেখতে ক্লিক করুন।

এর আগে গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে করা সুপারিশে ৩৭২ জন আগেই একই ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যাকে রিপিট ক্যাডার বলে অভিহিত করা হয়।

রিপিট ক্যাডারের ফলে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। পরে পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়, যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়।