Image description

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সূর্যকুমার যাদবের দল।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। ৯.২ ওভারে ৩ উইকেটে ৭০ রান তোলার পরও ম্যাচের গতি পাল্টে যায় অধিনায়ক মিচেল মার্শের (৩০) আউট হওয়ার পর। এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অজিরা। শেষ ৬ উইকেট হারাতে তাদের লেগেছে মাত্র ২৮ রান।

ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ১.২ ওভারে মাত্র ৩ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে ব্যাট-বল দু’দিকেই দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল। অক্ষর ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ১ ছক্কা ও ৪ চারে, স্ট্রাইকরেট ছিল ১৯০.৯০। এরপর বল হাতে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভারত সংগ্রহ করে ৮ উইকেটে ১৬৭ রান। ইনিংসের শুরুতে অভিষেক শর্মা (২৮) ও শুবমান গিল (৪৬) ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়ে দেন। মাঝের ওভারে ব্যাটিং ধস নামলেও শেষ দিকে অক্ষরের ঝড়ো ইনিংসে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর ব্রিসবেনে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন ভারতের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।