বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও বিতর্ক। তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি এবারও সামনে এসে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেতার বিরুদ্ধে। একটি সাম্প্রতিক ভিডিওতে সোমি দাবি করেছেন, সালমান নাকি এখনো তাকে নানাভাবে হেনস্থা করছেন এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছেন।
সোমির কথায়, ‘সালমান খান আমার পিছু ছাড়ছেন না। ২০২৫ সালেও তিনি আমাকে হুমকি দিচ্ছেন। এমনকি অচেনা নম্বর থেকেও ফোন করে ভয় দেখিয়েছেন।’
তিনি আরও বলেন, সালমান শুধু তাকেই নয়, তার এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করছেন। সোমির দাবি, অভিনেতা তাকে বলিউডে বয়কট করেছেন, যার ফলে অনেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এখন তো সালমান হলিউডেও একই কাজ শুরু করেছেন, অভিযোগ সোমির।
সোমি আরও জানান, তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল ১৯৯৮ সালে, কারণ সালমান নাকি তার সঙ্গে প্রতারণা করেছিলেন। কিন্তু এত বছর পরেও অভিনেতা তাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তার অভিযোগ, সালমান এখন তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও যোগাযোগ রাখছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়েও কটাক্ষ করছেন।
তিনি বলেন, ‘আমি এই মিথ্যে অভিযোগ আর সহ্য করতে পারছি না। সকলে যেন বিচার করেন।’ তবে এই বিষয়ে সালমান খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




Comments