ঐতিহাসিক ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবুর সঞ্চালনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, "জাতীয়বাদী শক্তিকে নষ্ট করতে অনেকেই উঠে পড়ে লেগেছে। ১৭ বছর পর ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পারলেও দেশে এখনো গনতন্ত্র পুনরুদ্ধার হয়নি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাঁদেকাঁদ মিলিয়ে নতুন এক বাংলাদেশ তৈরি করবো। সামনে জাতীয় নির্বাচন সকল জাতীয়তাবাদী শক্তি এক হয়ে দলকে পুনরুদ্ধারে কাজ করার আহবান জানান তিনি"।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, যুগে যুগে কিছু ক্ষণজন্মা মানুষের জন্ম হয়, যাদের কারণে দেশ অভিশাপ থেকে মুক্তি পায় এবং দেশের মানুষের জন্য সুফল বয়ে আনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনি একজন মানুষ। তার ব্যক্তিজীবনের আদর্শ আমাদের সবার জন্য অনুসরণীয় ও গ্রহণযোগ্য। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি না হলে আমাদের দেশে জুলাই বিপ্লব হতো না, গঠিত হতো না ইন্টারিম সরকার।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আজ যারা বড় বড় ইশতেহার দিচ্ছে, তাদেরকে যদি কিছু সময়ের জন্য ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তাহলে জনগণ তাদের আসল রূপ দেখতে পাবে। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানিদের সঙ্গে মিলে এদেশের নিরীহ মানুষকে পিশাচের মতো হত্যা করেছিল। তারা গণহত্যার সহযোগী ছিল, অথচ আজ তারাই বড় বড় কথা বলছে। তাই তাদের প্রতারণার ফাঁদ থেকে সবাইকে সজাগ থাকতে হবে"।
জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "৭ই নভেম্বর ছিলো বলে আজ আমরা একটি সোনার বাংলাদেশ পেয়েছি– পেয়েছি বহুদলের পুনঃপ্রতিষ্ঠা। ৭ই নভেম্বর সিপাহি জনতার বিপ্লব আর ৫ই আগস্টের বিপ্লব একই সূত্রে গাঁথা। সিপাহি জনতা বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে তারজন্য প্রকৃতি জিয়াউর রহমানকে পাঠিয়েছিলেন এবং ৫ই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমরা পেয়েছি তারেক রহমানের মতো একজন নেতাকে। ঐক্য, বিপ্লব ও সংহতির এই তিনটি শব্দ জাতীয়তাবাদীর চেতনায় রয়েছে যার ফলে দল কখনোই হারাবে না"।
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, "৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষ গণতন্ত্র ও মুক্তচেতনায় ঐক্যবদ্ধ হয়েছিল। বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে আজ দেশপ্রেমিক সকল জনগণ ঐক্যবদ্ধ"।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ-এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. খুদরত-ই-জাহান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, ইউট্যাব রাবি শাখার সহসভাপতি অধ্যাপক খালেদউজ্জামান (মিজান)। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা।




Comments