Image description

পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।

অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছেন এই নায়িকা।

সোমবার (১০ নভেম্বর) ছিল মিমের জন্মদিন। সেই উপলক্ষে একটি পেজ থেকে তার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি পুথির সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন। 

ভিডিওতে দেখা যায়, পুথির সাজে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন মিম। চোখের চাহনি আর মিষ্টি হাসি যেন নেটিজেনদের মন কেড়েছে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যিনি সৌন্দর্য, আবেগ আর ক্ষমতার প্রতিমূর্তি সেই নারীকে জানাই শুভ জন্মদিন। তিনি কোটি হৃদয়ের প্রেরণা, প্রতিটি দৃশ্যপটে এক অপরাজেয় শক্তি।’