সিলেট টেস্টে আগে ফিল্ডিং করতে নেমে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। প্রথম সেশনে আইরিশ ব্যাটারদের দাপটের পর, পরের দুই সেশনে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে টাইগাররা। প্রথমদিন শেষে আয়ারল্যান্ড ৯০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড। দিনের শেষ বলে জর্ডান নেইল ৬০ বলে ৩০ রান করে আউট হলেও ৫৬ বলে ২১ রান নিয়ে অপরাজিত রয়েছেন ব্যারি ম্যাকগ্রাথী।
আয়ারল্যান্ডের ব্যাটিং: দিনের শুরুতেই বাংলাদেশ পায় প্রথম সাফল্য। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি শূন্য রানে হাসান মাহমুদের ইনসুইংয়ে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। এরপর পল স্টার্লিং ৯০ বলে ৬০ রান করে নাহিদ রানার বলে শাদমান ইসলামের হাতে ধরা পড়েন। তৃতীয় উইকেট হারানোর পরও কার্মাইকেল ১২৯ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। লোরকান টাকার ৪১ এবং ক্যাম্পার ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দিনের শেষে ব্যারি ম্যাককার্থি ২১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের বোলিং: বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ, যিনি ২৩ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া হাসান মুরাদ ২ উইকেট এবং হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।
প্রথমদিনের শেষে বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো পারফরম্যান্স দলের জন্য আত্মবিশ্বাস যোগাবে এবং ম্যাচের দ্বিতীয় দিনে আইরিশদের দ্রুত অলআউট করে বড় স্কোর গড়ার সুযোগ তৈরি করবে।




Comments