Image description

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবস্থিত অরিয়েন্ট জুট মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া হ্যাচারিজ এলাকার এ জুট মিলে আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে রাজবাড়ীসহ আশপাশের আরও চারটি ইউনিট যুক্ত হয়। তবে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মিলের একটি পাটের গুদাম দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশও অংশ নেয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছে। রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।”

এদিকে, ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন এবং আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছেন।