ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবারের ভয়াবহ গাড়ি বিস্ফোরণকে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে। ঐতিহাসিক লালকেল্লার কাছে সংঘটিত এই হামলায় ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন এবং ভারতের তদন্ত প্রচেষ্টার প্রশংসা করেছেন।
গত বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়। বৈঠকে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, ভারত "গাড়ি বিস্ফোরণের মাধ্যমে দেশবিরোধী শক্তি দ্বারা সংঘটিত একটি জঘন্য সন্ত্রাসী ঘটনা প্রত্যক্ষ করেছে।" মন্ত্রিসভা এই ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে করার নির্দেশ দিয়েছে, যাতে অপরাধী, তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা যায়।
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার জানান, ঘটনাটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ ঘটে। একটি ধীরগতির হুন্দাই আই-২০ গাড়ি লাল আলোতে থামার পরপরই বিস্ফোরণটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি উড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি চলন্ত অবস্থায় ছিল এবং এতে তিনজন যাত্রী ছিলেন।
আটক ৩ চিকিৎসক, কাশ্মীরের সঙ্গে যোগসূত্রের তদন্ত: বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দিল্লি বিস্ফোরণের সঙ্গে ভারতশাসিত কাশ্মীরে সম্প্রতি আটক সাতজনের কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদে সম্প্রতি উদ্ধার হওয়া ২,৯০০ কেজি বিস্ফোরকের সঙ্গেও এই ঘটনার যোগসূত্র খোঁজা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এ পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে, যারা ফরিদাবাদ আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। এদের মধ্যে ডা. ওমর মোহাম্মদকে মূল অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা: দ্য স্ট্যাটসম্যান অনলাইন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লালকেল্লার কাছে বোমা হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করে ভারতের তদন্তের প্রশংসা করেছেন। গত বুধবার তিনি বলেন, "স্পষ্টতই, এটি একটি সন্ত্রাসী হামলা। এতে বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ব্যবহার করা হয়েছে, যে কারণে হত্যার শিকার হন অনেক লোক।"
পাকিস্তানে হামলায় আফগানদের জড়িত থাকার দাবি, দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি: অন্যদিকে, রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৃহস্পতিবার বলেছেন যে, চলতি সপ্তাহে ইসলামাবাদে আদালত চত্বরসহ দুটি আত্মঘাতী বোমা হামলার পেছনে আফগানরা জড়িত। টেলিভিশনে সম্প্রচারিত সংসদ অধিবেশনে তিনি বলেন, "হামলায় জড়িত উভয় বোমা হামলাকারীই আফগান বলে শনাক্ত করা হয়েছে।"
এই উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমকে বলেছেন যে, তার দেশ ভারত ও আফগানিস্তান – উভয় ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত। তিনি বলেন, "আমরা প্রস্তুত; পূর্ব (ভারত) ও পশ্চিম সীমান্তে (আফগানিস্তান) মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।"




Comments