মানবপাচার আইনের এক মামলার আসামিকে অবৈধভাবে ছেড়ে দেওয়ার ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালত মন্তব্য করেন, ওসি ক্ষমতার অপব্যবহার করে আসামিকে ছেড়ে দিয়ে বিচার বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানবপাচার অপরাধের মামলায় গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে বনানী থানার ওসির বিরুদ্ধে।
গত ১৩ নভেম্বর এ বিষয়ে আদালতে তলব করা হলে ওসি মো. রাসেল সরোয়ার লিখিত ও মৌখিকভাবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ নভেম্বর রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তাকে একজন আইনজীবীর জিম্মায় মুক্তি দেয় বনানী থানা পুলিশ।
গত ৪ নভেম্বর আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন বনানী থানায় ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, প্রবাসে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিদেশে পাঠানো হয়নি।
বরং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফখরুল ইসলাম বহু মানুষকে প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন কিন্তু প্রতিশ্রুত কাজ দেননি। তার বিরুদ্ধে পূর্বেও প্রতারণা ও মানবপাচার আইনে মামলা হয়েছে এবং তিনি আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসেছেন।




Comments