Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে এ পর্যন্ত ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জাতীয় সংসদ ভবনে এনসিপির প্রতিনিধিত্ব করার জন্য সারা বাংলাদেশ থেকে ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১০১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বে ঘোষিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল। গত ৬ নভেম্বর থেকে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ এখন ২০ নভেম্বর।