বাঞ্জি জাম্পিং করতে গিয়ে এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এক ভারতীয় যুবক। ১৮০ ফুট উঁচু থেকে লাফ দিতেই ওই যুবক দড়ি ছিঁড়ে সরাসরি একটি টিনের চালের মধ্যে ঢুকে যায়।
এতে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও ভয়াবহ আঘাত পেয়েছেন ওই যুবক। আর হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হৃষীকেশের তপোবন-শিবপুরী রোডের থ্রিল ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার পার্কে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের পড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ১৮০ ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ার কিছুক্ষণ পরই দড়ি ছিঁড়ে যায়। এরপরই যুবকটি একটি ঘরের চালের ওপর পড়ে ব্যথায় কাতরাতে থাকেন। পরে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একটি হাসাপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বাঞ্জি জাম্পিংকে কেন্দ্র করে দড়ি ছিঁড়ে পড়ার ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই পদক্ষেণ নেওয়া হবে।
বাঞ্জি জাম্পিং অনেক যুবক-যুবতীদের কাছে অ্যাডভেঞ্চারের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। উঁচু পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই বাঞ্জি জাম্পিং করে থাকেন। আর এতে অনেকে সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা।




Comments