গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। শেখ হাসিন জুলাই গণ-অভ্যুত্থাণে যেভাবে নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিয়েছিল, তাকে কোনো জনগণ ক্ষমা করবে না। হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘আমাদের পরবর্তী দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে এ রায় কার্যকর করতে হবে। আজ এই রায়ের মাধ্যমে কিছুটা হলেও আমাদের আবু সাঈদ, মুগ্ধর আত্মার শান্তি পেয়েছে ‘
তিনি বলেন, ‘হাসিনা শুধুমাত্র একা নয়, যারা ডামি এমপি ছিল, অন্যায় করেছে, যারা ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের পালন করেছে—সে সকল ডামি এমপিরা গণঅভ্যুত্থাণের পরেও জনগণের কাছে ক্ষমা চাইনি। সে আওয়ামী লীগ তথা ডামি এমপিদের আমরা ক্ষমা করতে পারি না। আজ হাসিনার রায় দেওয়া হয়েছে পরবর্তীতে যারা জুলুমকারী গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরও ধাপে ধাপে রায় কার্যকর করতে হবে।’
এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ রিহান হোসেন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




Comments