Image description

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে আরও ১৭১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে মামলা, ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭১২ জনকে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।’

এদিকে রাজধানী ঢাকায় নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।