থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এবার তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এর জেরে প্রধান বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন দু’জন বিচারক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়েই অফিসিয়াল জুরি সদস্য লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, “হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না।” তাঁর অভিযোগ, এই গোপন প্যানেল এমন কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত-যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে।
হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে আরও একটি বিতর্কে জড়ায় এবারের মিস ইউনিভার্স আয়োজন। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিশ্বজুড়ে।
সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে বেশ সাড়া ফেলছেন। জনপ্রিয়তার ভোটে তিনি শীর্ষে পৌঁছে যাওয়ার একদম কাছাকাছি। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে ভোট দেওয়া যাবে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।




Comments