Image description

আবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তাঁকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে ‘মেইন স্টেজ’ নামের একটি আয়োজক প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে এই ওপেন-এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে।

অন্যদিকে, প্রায় একই সময়ে ‘স্পিরিট অব জুলাই’ আয়োজন করতে যাচ্ছে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর তারিখের মধ্যে এ কনসার্ট আয়োজনের কথা চিন্তা করছে আয়োজকরা। এখান থেকে প্রাপ্ত টাকা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে।

এদিকে, আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শোর আয়োজকরা জানায়, খুব শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে দুটি ক্যাটাগরিতে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি।

প্রসঙ্গত, গত বছর ঢাকায় অনুষ্ঠিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে আতিফ আসলাম পারফর্ম করেছিলেন দেশীয় শিল্পীদের সঙ্গে, ছিলেন তাহসান ও কাকতাল। তবে এবার ১৩ ডিসেম্বরের শোতে তাঁর সঙ্গে কোনো দেশীয় শিল্পী বা ব্যান্ড থাকবে কি-না, এখনও জানায়নি আয়োজকরা। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে মেইন স্টেজ।