Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় দুই হাজার সনাতনী শিক্ষার্থীর উপাসনালয় হিসেবে মন্দির স্থাপনের দাবি জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন জকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী চন্দন কুমার দাস।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন তিনি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। এখানে প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও ক্যাম্পাসে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার জন্য কোনো মন্দির নেই। ফলে পূজা-অর্চনা বা ধর্মীয় উৎসব পালনের জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও অসুবিধাজনক। বিষয়টি সংবিধান-প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার চর্চার পথেও অন্তরায়।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসে মন্দির স্থাপিত হলে তা শুধু ধর্মীয় উপাসনার সুযোগই নিশ্চিত করবে না, বরং বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চরিত্রকে আরও মহিমান্বিত করবে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করবে। মন্দির স্থাপনের এই দাবিটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের।

স্মারকলিপি প্রদানের পর চন্দন কুমার দাস বলেন, ‘ক্যাম্পাসে মন্দির স্থাপিত হলে সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় উপাসনার সুযোগ সৃষ্টির পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী হবে। উপাচার্য স্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখার এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’