হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৩৬ হাজার টাকাসহ আকবর আলী (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আকবর আলী ওই গ্রামের মৃত নূর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর আর্মি ক্যাম্পের একটি দল শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পশ্চিম মাধবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আকবর আলীর বাড়িতে তল্লাশি করে তার বসতঘর থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত ১ লাখ ৩৬ হাজার টাকা ও ৩০ পিস ইয়াবাসহ আসামিকে মাধবপুর থানার এসআই শামীমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আকবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments