Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো দলের সঙ্গে ক্ষমতা বা আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “একটি আসনও না পেলেও এনসিপি নিজেদের আদর্শ-নীতিতে অটল থাকবে।”

রোববার (২৩ নভেম্বর) শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, “বিভিন্ন গণমাধ্যমে এনসিপি নিয়ে গুজব ও মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। আমরা এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। তবে নীতি-আদর্শে মিল থাকলে অন্য দলের সঙ্গে আলোচনা উন্মুক্ত আছে—কিন্তু ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে কোনো সমঝোতা নয়।”

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে দরকষাকষি করে কিছু দল এখন ভাগ-বাঁটোয়ারার সাজানো নির্বাচনের চক্রান্ত করছে। এনসিপি এমন কোনো বন্দোবস্তি মেনে নেবে না, বরং তার বিরুদ্ধে দাঁড়াবে।”

নির্বাচনী মাঠ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন দখল, কালোটাকা, পেশিশক্তির ব্যবহার—এসব এখনো চলছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও সব রাজনৈতিক দলকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”

মনোনয়ন প্রক্রিয়া নিয়ে এনসিপি জানায়, ৬-২০ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন মনোনয়নপত্র কিনেছেন (প্রতি আসনে গড়ে ৫ জন)। রোববার ও সোমবার সাক্ষাৎকার শেষে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩০০ প্রার্থী চূড়ান্ত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, তাসনিম জারা প্রমুখ।