নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা হুমকির কারণে এক সপ্তাহে অন্তত ৪৭টি কলেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় সরকার অস্থায়ীভাবে এসব কলেজ বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আবাসিক স্কুল ও কলেজগুলো থেকে এরই মধ্যে সন্তানদের নিয়ে গেছেন অভিভাবকেরা। ফেডারেল গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে লাগেজ হাতে ক্যাম্পাস ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের। সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়।
স্কুল সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয়ের আর কোনো উপায় নেই। বাচ্চাদের নিরাপত্তাই আগে। তাদের জীবন শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
শুক্রবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ফোন করে শিশুদের নিয়ে যেতে বলার পর শনিবার সকালেই তাদের নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। একজন অভিভাবক বলেন, ‘কষ্টের সিদ্ধান্ত, কিন্তু মেনে নিতেই হচ্ছে। আর কী করার আছে?’ অন্য এক অভিভাবক জানান, গত সপ্তাহেই তিনি মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলেন। এর মধ্যেই শিক্ষক ফোন করে আবার নিয়ে যেতে বলেন।
উত্তর নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছে। সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালায়। বিশেষ করে শিক্ষার্থীদের অপহরণ সেখানে নিয়মিত এক হুমকি হয়ে দাঁড়িয়েছে।




Comments