পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হামলায় অন্তত তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদন এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার মিয়াঁ সাঈদ আহমদ জানান, এফসি সদর দপ্তরে হামলা করা হয়েছে। এর বিপরীতে এফসিও পাল্টা ব্যবস্থা নিচ্ছে । ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
এদিকে হামলার সময় ওই এলাকায় দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে।
২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়।




Comments