হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন।’
এর আগে রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন (বক্ষব্যাধি) দেখা দিয়েছে এবং হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে।
তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কতদিন হাসপাতালে থাকতে হবে, তা শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।




Comments