বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের শিক্ষকরা আজ অনাহারে দিন কাটাচ্ছেন। সরকারের উদাসীনতা দেখে মনে হচ্ছে, শিক্ষা এখন আর জাতির মেরুদণ্ড নয়, বরং জাতির অসুস্থতায় পরিণত হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষিত মানুষরা আজ ফুটপাতে বসে অনশন করছেন, অথচ প্রশাসন নির্বিকার। অন্তর্বর্তী সরকারের ওপর আমাদের আস্থা থাকলেও, কিছু উপদেষ্টা জনগণের স্বার্থে কাজ করছেন না। আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে শিক্ষকদের ন্যায্য দাবি আটকে থাকা শুধু সরকারের নয়, পুরো জাতির জন্য লজ্জাজনক।’
তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও শিক্ষকদের জন্য সরকারের টাকা নেই। অবিলম্বে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জোর দাবি জানান তিনি।




Comments