জাতীয় দলে খেলা কোন ক্রীড়াবিদ আসন্ন জাতীয় নির্বাচনের কোন দলের হয়ে প্রচারণা করতে পারবেন না। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার এক চিঠিতে ক্রীড়াবিদদের এই সতর্কবার্তা দিয়েছে। ক্রিকেট, ফুটবলসহ দেশের সব ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের জন্য এই বার্তা প্রযোজ্য হবে।
ক্রীড়া পরিষদ চিঠিতে নির্দেশান দিয়ে বলেছে, খেলোয়াড়দের নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সব খেলোয়াড়কে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।
জাতীয় ক্রীড়া পরিষদ যেকোন ডিসিপ্লিনের জাতীয় দল সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলেছে। সতর্ক করে বলেছে, এই নির্দেশনা অমান্য হলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হতে পারে।
নির্বাচনী প্রচারণায় ক্রীড়াবিদদের ব্যবহার না করতে রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থীদের আহ্বান জানিয়েছে ক্রীড়া পরিষদ, আসন্ন নির্বাচন ঘিরে কিছু ব্যক্তি খেলোয়াড়দের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়া নীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে। জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।
এর আগে জাতীয় দলে খেলা অবস্থায় মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে বেতনভুক্ত বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদদের। এবার ক্রীড়াবিদরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবে না বলা হলেও জাতীয় দলে খেলা ক্রীড়াবিদরা নির্বাচন করতে পারবে কিনা, সেক্ষেত্রে শর্ত কী; তা নিয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।




Comments