Image description

‎‎আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। ৩ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফেরার চেষ্টা করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। দুই গোল শোধ দিয়ে লড়াইটা জমিয়ে তুলেছিল। তবে সাদা-কালোরা শেষ পর্যন্ত ম্যাচ ড্র হতে দেয়নি। বাংলাদেশ ফুটবল লিগে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে আলফাজ আহমেদের দল। আবাহনীকে তারা ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেলো।

জাতীয় দলের ম্যাচ থাকায় ঘরোয়া ফুটবল বন্ধ ছিল। সোমবার (২৪ নভেম্বর) ফের শুরু হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে। এ দিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে মোহামেডানকে চেপে ধরে আবাহনী। ব্রাজিলিয়ান ব্রুনো মাতোস পায়ের কাড়িকুড়িতে মুগ্ধ করেন সমর্থকদের। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট মোহামেডান গোলকিপার লাফিয়ে উঠে আটকে দেন। তবে মোহামেডান ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধে দুই গোল আদায় করে নেয়। ২০ মিনিটে ইয়াসিন খানের গোলে এগিয়ে যায় মোহামেডান, ৩১ মিনিটে এলি কেকে এমানুয়েলের কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির পর ৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং। এরপর ম্যাচের ফেরার তাগিদ পায় আবাহনী। ৭২ মিনিটে কাজেম শাহের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন পাপন সিংহ। ৭৮ মিনিটে জটলার মধ্য থেকে ব্যবধান আরও কমান মোরসালিন। পরে আরও কয়েকবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি আবাহনী। ৩ ম্যাচ শেষে তাই জয়শূন্য থাকল আবাহনী।