Image description

বাংলাদেশে প্রথমবার পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ এক্সচেঞ্জ করে সরাসরি হাই-এন্ড গেমিং ও গ্রাফিক্স পিসি কেনার সুযোগ চালু করলো এক্সচেঞ্জকরি লিমিটেড ও স্টার টেক লিমিটেড। ‘পাওয়ার আপ ইয়োর গেইম’ নামের এই ক্যাম্পেইনের মাধ্যমে গেমাররা এখন সহজেই তাদের স্বপ্নের গেমিং রিগে আপগ্রেড করতে পারবেন।

গ্রাহকরা www.exchangekori.com-এ পুরোনো ডিভাইসের তথ্য জমা দিয়ে স্টার টেকের ওয়েবসাইট থেকে পছন্দের নতুন পিসি বা পার্টস বেছে নিতে পারবেন। পুরোনো ডিভাইসের মূল্য নতুন পণ্যের দাম থেকে সমন্বয় করা হবে। বিশেষ সুবিধায় একটি নতুন পিসির বিপরীতে সর্বোচ্চ দুটি পুরোনো ডিভাইস জমা দেওয়া যাবে।

চূড়ান্ত মূল্যায়নের জন্য গ্রাহকরা এক্সচেঞ্জকরির গুলশান-তেজগাঁও লিংক রোড, মিরপুর অথবা ধানমন্ডি ডিল সেন্টারে যেতে পারবেন।

এক্সচেঞ্জকরির সিইও রাসেল আহমেদ বলেন, “গেমারদের দীর্ঘদিনের চাহিদা ছিল এমন সেবা। স্টার টেকের পর্যাপ্ত স্টকের কারণে এখন সম্ভব হলো। এই ক্যাম্পেইন গেমিং কমিউনিটির আপগ্রেড ত্বরান্বিত করার পাশাপাশি ই-ওয়েস্ট কমিয়ে পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে।”

গেমিং প্রেমীদের জন্য এটি বছরের সবচেয়ে বড় সুযোগ।