সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবারও রাজপথে নামছেন শিক্ষকরা। দাবি আদায়ে আগামী ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে
শিক্ষকদের বৃহত্তম মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এদিকে, শিক্ষকদের আরেকটি অংশ মঙ্গলবার থেকেই পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে।
দুই ভাগে আন্দোলন কর্মসূচি:
‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে মঙ্গলবার থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। সংগঠনটির সভাপতি শাহিনুর আক্তার জানান, এর মধ্যে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি না করলে তারা ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশনে যাবেন।
অন্যদিকে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ১১টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ আগামী ৩০ নভেম্বর থেকে মাঠে নামছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ জানান, ২৯ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৩০ নভেম্বর থেকে সারা দেশে একযোগে লাগাতার কর্মবিরতি শুরু হবে।
শিক্ষকদের ৩ দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতা নিরসন।
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
উল্লেখ্য, এর আগে গত ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড হামলার শিকার হন শিক্ষকরা। তখন সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও, মাস শেষ হতে চললেও কোনো অগ্রগতি না দেখায় তারা আবারও আন্দোলনের পথ বেছে নিয়েছেন।




Comments