Image description

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আল-আমিন হোসেন রায়হান (৩২) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আল-আমিন কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার চিলেকোঠায় থাকতেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায়। সেখান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তে জানা গেছে, আল-আমিন বিবাহিত ছিলেন এবং পরে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে পরকীয়া সম্পর্কের জেরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এসব পারিবারিক জটিলতা নিয়ে তিনি চরম মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন।